সাবিলা নূর জীবনী, উইকিপিডিয়া, জীবনসঙ্গী, বয়স। Sabila Nur Biography, Wikipedia, Age, Husband সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য তুলে ধরবো।
সাবিলা নূর জীবনী
সাবিলা নূর হলো একজন বাংলাদেশী মডেল ও টিভি অভিনেত্রী। মডেলিং করে সাবিলা নূর মিডিয়া জগতে পদার্পণ করে। টেলিভিশনে বিজ্ঞাপন করার পাশাপাশি ছোট নাটকে অভিনয় করেন। সাবিলা নূরের প্রথম অভিনীত নাটক হলো নিউ টার্ন। তার পর থেকেই সাবিলা নূর মিডিয়া জগতে জনপ্রিয় হয়ে ওঠে।
সাবিলা নূর বয়স
সাবিলা নূর ২৭ মে ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন। ২০২৪ অনুযায়ী সাবিলা নূরের বয়স ২৯ বছর।
সাবিলা নূর জন্ম ও শিক্ষা
সাবিলা নূর চট্টগ্রামের পটিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। সাবিলা নূর বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচ শিখে পদ্ম কুঁড়ি চ্যাম্পিয়ন হয়েছেন। সাবিলা নূরের জাতীয়তা বাংলাদেশী। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ৩.৯৮ সিজিপিএ নিয়ে ইংরেজীতে অর্নাস সম্পূর্ণ করেন।
সাবিলা নূর কর্মজীবন
সাবিলা নূর ২০১৪ সাল থেকে মডেলিং করে মিডিয়া জগতে পদার্পণ করেন। সাবিলা নূরের জন্যপ্রিয় বিজ্ঞাপনগুলো হলো গ্রামীণফোন, নেস্কেফে, প্রাণ ফিট, আরো অনেক ব্র্যান্ডের সাথে বিজ্ঞাপন করেন। সাবিলা নূর নাটকে অভিনয় করে ও অধিক জনপ্রিয়তা অর্জন করে।
সাবিলা নূর অভিনীত নাটক
সাবিলা নূরের অভিনীত নাটক সমূহের নাম নিচে দেওয়া হলো:
- ব্যাচেলর পয়েন্ট
- ইউ টার্ন
- মাঙ্কি বিজনেস
- কল্পনার ঘর
- টীন টিন
- কেমেস্ট্রি
- শত ডানার প্রজাপতি
- মাস্তি আনলিমিটেড
- চুপ
- রোদ বৃষ্টি অথবা অন্নকিছু
- বুলেট প্রফ ম্যরেজ
- সনাতন কাব্য
- আরো ও অনেক নাটকে সাবিলা নূর অভিনয় করেছেন।
সাবিলা নূর পুরস্কার ও মনোনয়ন
- মেরিল প্রথম আলো পুরস্কার ২০১৪
- আরটিভি স্টার অ্যাওয়ার্ড ২০১৯
সাবিলা নূরের দাম্পত্য সঙ্গী
সাবিলা নূরের স্বামীর নাম হলো নেহাল তাহের। ২৫ অক্টোবর ২০১৯ সালে নেহাল তাহেরকে বিয়ে করেন সাবিলা নূর।
সাবিলা নূর উচ্চতা ও ওজন
সাবিলা নূরের উচ্চতা হলো ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬ মিটার) এবং ওজন হলো ৫৫ কেজি।
সাবিলা নূর ফেসবুক ও ইনস্টাগ্রাম
Instagram: Sabila Nur
Followers: 3.2 Million
Facebook: Sabila Nur
Followers: 3.7 Million
আরো পড়ুন: তাসনিয়া ফারিন জীবনী
0 মন্তব্যসমূহ